ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীরা রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন। গতকাল বিক্ষোভ করেছেন তারা। এর কারণ হিসেবে সংবাদমাধ্যমকে একটি ছাত্র সংগঠন জানিয়েছে, সরকারের সঙ্গে নির্ধারিত একটি বৈঠক এখনো সম্পন্ন হয়নি। বিশাল বিক্ষোভের পর গত সপ্তাহে ১০ জন নিহত হওয়ার ঘটনায় এ আলোচনা নির্ধারিত ছিল।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও এমপিদের জন্য বিলাসবহুল সুযোগ-সুবিধার বিরুদ্ধে দেশটিতে দুই সপ্তাহ আগে ছাত্র, শ্রমিক ও অধিকার গোষ্ঠীর নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে ২৮ আগস্ট বিক্ষোভ দমনের সময় পুলিশের গাড়িচাপায় ২১ বছর বয়সি এক রাইড শেয়ার চালক নিহত হন। এরপরই দেশজুড়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।
মানবাধিকার সংস্থা জানিয়েছে, এ সময় লুটপাট এবং দাঙ্গার ঘটনায় ১০ জন নিহত এবং ১ হাজারেরও বেশি আহত হয়েছে। রয়টার্স