তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে গ্রিস। একসঙ্গে পাঁচটি বড় দাবানলের বিরুদ্ধে লড়ছে দেশটি। রাজধানী এথেন্স থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তরে আতিকা অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
সম্প্রতি এথেন্সের এফিদনসে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে দ্রোসোপিজি, ক্রিওনেরি এবং আজিওস তেফানোসের মতো এলাকায়। ফলে ওইসব এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হতে হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, জ্বলন্ত কাঠের গন্ধ এথেন্সের কেন্দ্রেও পৌঁছেছে। দাবানল দমন ও নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। দাবানল নিয়ন্ত্রণে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে গ্রিস সরকার। বিশেষ করে ইইউ সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় অতিরিক্ত ছয়টি দমকল বিমান চাওয়া হয়েছে। -বিবিসি