রাশিয়ায় একটি যাত্রী বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সকালে সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা বিমানসংস্থা পরিচালিত অ্যান-২৪ মডেলের যাত্রীবাহী এই বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি অঞ্চলে এটি বিধ্বস্ত হয়েছে। রাশিয়ান উদ্ধারকর্মীরা বিমানের মূল অংশ জলন্ত অবস্থায় খুঁজে পেয়েছে। বিমানের ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে মিলেছে।
রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, একটি এমআই-৮ হেলিকপ্টার বিমানের পোড়া ফিউসেলাজ শনাক্ত করেছে। সকালে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। এতে ৪৯ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ৫ শিশু ও ৬ জন ক্রু সদস্য ছিল।
খবরে বলা হয়, বিমানটি চীন সীমান্তঘেঁষা টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। একজন কর্মকর্তা তাস নিউজ এজেন্সিকে বলেন, বিমানটি দুর্ঘটনার সময় একটি পাহাড়ি ঢালে পড়ে। এটি অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় অনুসন্ধানে যাওয়া হেলিকপ্টার সেখানে নামতে পারেনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। -আলজাজিরা
প্রাথমিকভাবে ‘ফ্লাইট সেফটি লঙ্ঘনের’ অভিযোগে তদন্ত শুরু হয়েছে। জরুরি পরিষেবাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, গন্তব্য থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ এবং আগুনের চিহ্ন শনাক্ত করা হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি অ্যান্টোনভ এএন-২৪, যেটি প্রথম তৈরি হয় ১৯৫০-এর দশকে। এটি সাধারণত যাত্রী ও কার্গো পরিবহনে ব্যবহৃত হয়। বহু বছর ধরে ১ হাজারের বেশি ইউনিট উৎপাদন করা হয়েছে, তবে বর্তমানে এটি রাশিয়ার কিছু এলাকায় সীমিত ব্যবহারে রয়েছে। বিমানটি আঙ্গারা এয়ারলাইনস পরিচালিত ছিল, যারা রাশিয়ার ফার ইস্ট ও পূর্ব সাইবেরিয়া অঞ্চলে বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে।