ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন দেশটির লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকবার দেখা করে, তার সঙ্গে কথা বলে রাহুলের মনে হয়েছে প্রধানমন্ত্রীর কোনো সাহস নেই, সারবস্তু নেই। সবটাই একটা শো! লোকদেখানো। তাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। (Modi is a big show, No substance). গতকাল দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ‘অন্য অনগ্রসর শ্রেণি’ (ওবিসি)-দের ‘ভাগিদারি ন্যায় সম্মেলনে’ বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, ‘গণমাধ্যম প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে এবং তার মধ্যে খুব বেশি সারবস্তু নেই।’
উপস্থিত দর্শকদের উদ্দেশে রাহুলের প্রশ্ন, ‘আপনারা কি জানেন রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা কী? না, নরেন্দ্র মোদি কোনো বড় সমস্যা নয়। আমি আপনাদের বলছি, আপনারা তাকে (প্রধানমন্ত্রী) খুব বেশি গুরুত্ব দিয়েছেন, তিনি কোনো সমস্যাই নন। গণমাধ্যমই তার চারপাশে এই বেলুন তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি আগে কখনো তার (প্রধানমন্ত্রী) সঙ্গে দেখা করিনি, কিন্তু এখন আমি তার সঙ্গে দু-তিনবার দেখা করেছি। এখন আমি বুঝতে পারছি যে, তার মধ্যে কিছুই নেই। গোটাটাই একটা শো। আপনারা তার সঙ্গে দেখা করেননি, আমি করেছি, তাই জানি।’ অনুষ্ঠানে উপস্থিত ওবিসি গোষ্ঠীভুক্ত যুবকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, ‘ওবিসি যুবকদের প্রতি আমার সবচেয়ে বড় অভিযোগ হলো, তারা তাদের শক্তি/ক্ষমতা বোঝে না। একবার তারা তাদের শক্তি বুঝতে পারলে গোটা দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যাবে।’