যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার পুরোনো সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেছেন, দুই দেশের অর্থনীতির গভীর সংযোগ এবং কঠোর নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কের অবসান ঘটেছে। বৃহস্পতিবার অটোয়ায় মন্ত্রিসভার এক বৈঠক শেষে সাংবাদিকদের কার্নি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শুল্কের মুখে কানাডীয়দের অবশ্যই ‘অর্থনীতি নিয়ে নতুন করে ভাবতে হবে’।
ওয়াশিংটনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় কানাডাও পাল্টা শুল্ক আরোপ করবে যা যুক্তরাষ্ট্রের ওপর ‘সর্বোচ্চ প্রভাব’ ফেলবে বলেও কার্নি হুঁশিয়ারি দিয়েছেন, বলেছে বিবিসি। ট্রাম্প বুধবার জানান, তিনি যুক্তরাষ্ট্রে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন। বলেছেন, ‘এটা স্থায়ী।’ লিবারেল পার্টির নেতা কার্নি বলেন, ১৯৬৫ সালে স্বাক্ষরিত কানাডা-মার্কিন অটোমোটিভ প্রোডাক্ট অ্যাগ্রিমেন্ট তার জীবনে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি।