রাশিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিয়ুকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তাকে বরখাস্তের কথা জানায় ক্রেমলিন। প্রায় সাড়ে তিন বছর ধরে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করলেন পুতিন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সাল থেকে রাশিয়ার স্থলবাহিনীর দায়িত্বে ছিলেন জেনারেল ওলেগ সালিয়ুকভ। তিনি সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইউক্রেনে আক্রমণের তদারকি করেছিলেন। এর আগে চার বছর ধরে জেনারেল স্টাফের উপপ্রধান ছিলেন তিনি। এক সপ্তাহের কম সময় আগে, সালিয়ুকভ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে রেড স্কয়ারে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ পরিচালনা করেন। -মস্কো টাইমস ও দ্য গার্ডিয়ান
গত বছর থেকে রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো সামরিক ও প্রতিরক্ষা খাতের এক ডজনের বেশি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে আসছে। তাদের অনেকের বিরুদ্ধে ব্যক্তিগত লাভের জন্য বড় প্রকল্প থেকে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।
১৯৯০ সাল থেকে বিভিন্ন শীর্ষ পদে থাকার পর গত বছর পদাবনতি দেওয়া হয় পুতিনের দীর্ঘদিনের মিত্র শোইগুকে। যদিও ক্রেমলিন বলেছে, ইউক্রেনে বিপর্যয়ের পর রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তার এবং বরখাস্ত করা সামরিক প্রতিষ্ঠান শুদ্ধি অভিযানের অংশ নয়। এদিকে ৭০ বছর বয়সি সালিয়ুকভ সাবেক রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ডেপুটি হবেন। শোইগুকে গত বছর অপসারণ করে নিরাপত্তা পরিষদের সচিব করা হয়েছিল। ক্রেমলিনের এক ডিক্রিতে এ পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রাশিয়া তিন দিনের মধ্যে অপেক্ষাকৃত ছোট সামরিক বাহিনীর দেশ ইউক্রেন দখল করার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ রয়েছে। তিন বছর যাবৎ দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।