ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আরব উপদ্বীপের দেশটিকে এই অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ বাড়ানোর জন্য প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। হুতির রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ বলেছেন, আগ্রাসন অব্যাহত থাকলে এ আন্দোলন এই অঞ্চলে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে একটি ব্যাপক যুদ্ধে লিপ্ত হতে প্রস্তুত। তিনি গাজায় আক্রমণ বা ইয়েমেনের প্রতি যে কোনো আগ্রাসনে সরকারকে সমর্থন বা সুরক্ষা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। এ অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে হুতির উচ্চপদস্থ কর্মকর্তা নাসর আল-দিন আমির বলেছেন, আমরা গাজা দেখছি এবং আঙুলগুলো ট্রিগারের দিকে। তিনি বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সমস্ত সামরিক ইউনিট সম্পূর্ণ প্রস্তুত ছিল। তিনি জোর দিয়ে বলেছেন, আমরা পূর্ববর্তী পরীক্ষায় নিজেদের প্রমাণ করেছি। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সরকারের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম এশিয়া অঞ্চলজুড়ে সংবেদনশীল ইসরায়েলি ও আমেরিকান লক্ষ্যবস্তুতে হামলা করছে হুতি।
সেই সঙ্গে ইসরায়েলি জাহাজ বা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সরবরাহ বহনকারী জাহাজগুলোতে বাহিনীর অবিরাম হামলার কথা উল্লেখ করছিলেন আমির।