১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে টিমোথি ব্লেইজডেল নামে এক ব্যক্তি খুন হন। তাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয় হাওয়াইয়ের গর্ডন কর্দেইরোকে। তবে তিনি বরাবরই দাবি করেছেন, এ হত্যাকান্ডের সঙ্গে তিনি জড়িত নন। অবশেষে ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে, তিনি হত্যাকারী নন। ৩০ বছর পর নির্দোষ হিসেবে মুক্তি পেয়ে গর্ডন কর্দেইরো বলেন, ‘আজ আমার ‘ফ্রিডম ফ্রাইডে’।
টিমোথি হত্যা মামলায় গর্ডন কর্দেইরোকে হত্যা, ডাকাতি ও হত্যাচেষ্টা মামলায় দোষীসাব্যস্ত করে প্যারোলের সুযোগ ছাড়াই যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। পরে ‘হাওয়াই ইনোসেন্স প্রজেক্ট’ তার মামলা গ্রহণ করে এবং নতুন প্রমাণ, আগের আইনজীবীর অকার্যকর প্রতিরক্ষা এবং প্রসিকিউটরের দুর্নীতির বিষয়টি আদালতে তুলে ধরে। -সিএনএন