মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের বক্তব্যের ধারা পাল্টে এবার বললেন, আসলে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল আর যুদ্ধ শেষ করার প্রচেষ্টার অংশ হিসেবে কিয়েভ শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজ চুক্তি করতে যাচ্ছে। এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, তিন বছর আগে ইউক্রেনের এই যুদ্ধ ‘শুরু করা উচিত হয়নি’। তার এই বক্তব্যের পর দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার ঢেউ বয়ে যায়।
এরপর শুক্রবার ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টির ওপর জোর দিয়ে তিনি স্বীকার করেন, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আদেশে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল। তিনি বলেন, ‘রাশিয়া আক্রমণ করেছিল, কিন্তু তাকে আক্রমণ করতে দেওয়া তাদের উচিত হয়নি।’ পরে ট্রাম্প ঘোষণা করেন, শিগগিরই খনিজ নিয়ে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হতে যাচ্ছে। -রয়টার্স