মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি এই দুই নেতাকে খুব শক্তিশালী, কঠিন এবং স্মার্ট বলে অভিহিত করেছেন। ট্রাম্প সতর্ক করে বলেছেন, তাদের নিয়ে ছিনিমিনি করা উচিত নয়।
পাঁচ বছর পর সিবিএস-এর জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। এর আগে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি ওই অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছিলেন।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, শি জিনপিং নাকি ভ্লাদিমির পুতিন, কার সাথে বোঝাপড়া করা বেশি কঠিন? জবাবে ট্রাম্প বলেন, উভয়ই। তার ভাষায়, উভয়ই কঠিন। উভয়ই স্মার্ট। উভয়কেই দেখুন, তারা দুই জনেই খুব শক্তিশালী নেতা। এনারা এমন মানুষ নন যাদের নিয়ে হেলাফেলা করা যায়। এনাদের খুব গুরুত্ব সহকারে নিতে হবে।
তিনি আরও যোগ করেন, এই দুই নেতা ছোটখাটো আলাপে সময় নষ্ট করতে পছন্দ করেন না। তারা এসে বলেন না, আহা, আজ কত সুন্দর দিন? সূর্য কিরণ দিচ্ছে, কী চমৎকার! এরা হলেন গুরুত্বপূর্ণ মানুষ। এরা কঠিন, স্মার্ট নেতা।
ট্রাম্প জানান, তিনি দুই দেশের সাথেই পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, রাশিয়া ও চীনের কাছে বৃহৎ আকারের পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে।
চীনা নেতার সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক আছে বলেও ট্রাম্প জানান। তিনি দাবি করেন যে দীর্ঘদিনের উত্তেজনা সত্ত্বেও তিনি একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পেরেছেন। এ নিয়ে তিনি সন্তুষ্ট।
সূত্র: আরটি
বিডি প্রতিদিন/নাজমুল