ভারতের তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (৩ নভেম্বর) সকালে হায়দরাবাদগামী রাজ্য পরিবহন সংস্থার (আরটিসি) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তান্দুর ডিপোর বাসটি প্রায় ৭০ জন যাত্রী নিয়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি অতিরিক্ত গতিতে এসে মির্জাগুদা গ্রামের কাছে বাসটির সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের পাথরের বোঝা বাসের ওপর পড়ে যায়, এতে বহু যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। বাসের ভেতরে আটকে থাকা যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। পরে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। ঘটনাস্থলে তিনটি জেসিবি মেশিন এনে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে দুই চালক, বেশ কয়েকজন নারী, এক শিশু ও তার মা রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাদের চেভেল্লা সরকারি হাসপাতালসহ হায়দরাবাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি-প্রতিদিন/মাইনুল