বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, গণতন্ত্র কেবল একটি স্লোগান নয়; এটি জনগণের মত প্রকাশের সর্বোচ্চ ব্যবস্থা। কিন্তু চাপিয়ে দেওয়া স্বৈরতন্ত্রের কারণে আজ দেশের গণতন্ত্র নামমাত্র রূপে টিকে আছে। নির্বাচনের নামে প্রহসন, ভিন্নমত দমনে মামলা-গুম-খুন-সব মিলিয়ে জনগণ আজ ভোটাধিকার হারিয়েছে, বাক-স্বাধীনতা হারিয়েছে।
তিনি বলেন, লাখো মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা, আমাদের গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আর জুলাই সনদ বাস্তবায়নই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একমাত্র পথ। মনে রাখতে হবে, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এই লক্ষ ও উদ্দেশ্যে নিয়েই সংগঠিত হয়েছিল।
পিরোজপুরের চন্ডিপুর ইউনিয়ন আমীর মাওলানা সরোয়ার হোসেনের সভাপতিত্বে আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন শাখা কর্তৃক ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মলেনে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থান মানে কেবল জনতার ক্ষোভ নয়; এটি সংগঠিত রাজনৈতিক পরিবর্তনের একটি ধারা। কিন্তু আমাদের দেশের অতীতের গণআন্দোলন গুলোতে নেতৃত্বের ঐক্য ছিল না, আন্দোলনের পর কী ধরনের সরকার বা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তার কোনো লিখিত রূপরেখা ছিল না- তাই অর্জন ক্ষণস্থায়ী থেকেছে। দেশে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো গণঅভ্যুত্থান ও গণআন্দোলন হয়েছে, তার বেশিরভাগই ব্যর্থ হয়েছে। এর প্রধান কারণ ছিল- কোনো ঐক্যবদ্ধ সনদ বা রূপরেখা না থাকা।
মাসুদ সাঈদী বলেন, জুলাই সনদে যে জাতীয় ঐকমত্যের রূপরেখা তুলে ধরা হয়েছে- তা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হবে।
মাসুদ সাঈদী আরও বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৯০ সালের এরশাদবিরোধী আন্দোলনসহ পরবর্তী সময়ের বহু গণআন্দোলন জনসমর্থন পেলেও টেকসই পরিবর্তন আনতে পারেনি। কারণ, আন্দোলনের লক্ষ্য নির্ধারণে ‘জাতীয় সনদ’ বা রূপরেখা অনুপস্থিত ছিল। ফলে আন্দোলনের পর জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক আজ পরিবর্তন চায়- চায় একটি জবাবদিহিমূলক সরকার, চায় ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা। তাই জুলাই সনদের রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়েই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি মজবুত করা সম্ভব।
দেশ গড়তে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সচেতন জনগণ যেন দলমত-নির্বিশেষে একত্রিত হয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি তোলে। কারণ, এটাই হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র কার্যকর রূপরেখা।
ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মলেনে আরও বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারী জহিরুল হক, সরকারী সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক, জিয়ানগর উপজেলার সাবেক আমীর হাবিবুর রহমান, জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, জিয়ানগর উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, নাজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত