দিনাজপুরের খানসামায় কৈ, শিং ও মাগুর মাছের আধা-নিবিড় চাষ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষী, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা আধা-নিবিড় পদ্ধতিতে কৈ, শিং ও মাগুর চাষের সম্ভাবনা ও লাভজনক দিক তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে চাষীদের উৎসাহিত করার আহ্বান জানান।
সোমবার খানসামা উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী ২০ প্রশিক্ষণার্থী নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. আয়নাল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস ও জেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান।
বিডি প্রতিদিন/এএম