মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক জয়ের সঙ্গে ভারতের নারী ওয়ানডে দল নতুন গৌরবের ইতিহাস রচনা করেছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতা ভারতীয় দল মাঠে ও মাঠের বাইরে আবেগে ভাসছিল।
দলের সহ-অধিনায়ক ও ওপেনার স্মৃতি মান্ধানা জানান, '৪৫ দিন ধরে ঘুমাতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে সব কষ্টের প্রতিদান পেয়েছি। এই ট্রফি সত্যিই আমাদের স্বপ্নকে সত্যি করেছে।' তিনি আরও যোগ করেন, '২০১৭ আর ২০২৩ সালের ব্যর্থতা আমাদের শক্তি জুগিয়েছে। এই দল সবসময় একে অপরকে সাপোর্ট করেছে—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।'
ফাইনালসেরা শেফালি বার্মা বলেন, 'আজ আমি ভাষাহীন। আমার একটাই লক্ষ্য ছিল, দলকে জেতানো। গ্যালারিতে শচিন স্যারের উপস্থিতি আমাকে আলাদা উদ্দীপনা দিয়েছে।'
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় দীপ্তি শর্মা বলেন, 'এখনও বিশ্বাস করতে পারছি না, এটি যেন এক স্বপ্ন। প্রতিটি ম্যাচ থেকে আমরা ইতিবাচক কিছু নিয়েছি। সমর্থকদের ধন্যবাদ, তাদের ছাড়া এটি সম্ভব হতো না।'
হারমানপ্রিত কউর ও রিচা ঘোষ জানালেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তাদের অবদান ও সতীর্থদের উপর ভরসা এই জয়ের মূল চাবিকাঠি।
দলের প্রধান কোচ অমোল মুজুমদার বলেন, 'এই জয় শুধু একটি ট্রফি নয়, এটি ভারতের নারী ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। মেয়েরা যা করেছে, তা অবিশ্বাস্য এবং পুরো দেশের জন্য গর্বের। ফাইনালে শেফালি বার্মার পারফরম্যান্স ছিল সত্যিই ম্যাজিকাল।'
বিডি প্রতিদিন/মুসা