ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে । মোট দুই দফায় রাজ্যটির ২৪৩ টি বিধানসভার আসনে ভোট দেওয়া হবে। ২৪৩ আসনের মধ্যে ৩৮ টি তপশিলি জাতি (Schedule Cast) এবং ২ টি তপশিলি উপজাতি (Schedule Tribe) সংরক্ষিত আসন।
প্রথম দফায় ভোট গ্রহণ হবে আগামী ৬ নভেম্বর, এ দফায় ১২১ টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় ১২২ আসনে ভোট হবে ১১ নভেম্বর। ভোট গণনা আগামী ১৪ নভেম্বর।
আগামী ২২ নভেম্বর রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে নির্বাচন এবং সরকার গঠন সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সোমবার দিল্লিতে বিহার বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে দেশটি নির্বাচন কমিশন। এদিন এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশি। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরই রাজ্যজুড়ে নির্বাচনী আচরণ বিধি (মডেল কোড অফ কন্ডাক্ট) চালু হয়ে গেল।
বিহার বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪২ লাখ। এরমধ্যে নতুন ভোটারের সংখ্যা ১৪ লাখ।
বিডি প্রতিদিন/নাজমুল