সাপের উপদ্রবে আতঙ্কিত সংযুক্ত আরব আমিরাতে দুবাইর বাসিন্দারা। পৃথিবীর অন্যতম আধুনিক শহরটি সম্প্রতি এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেমরাম কমিউনিটির বাসিন্দারা সম্প্রতি সাপের উপদ্রব নিয়ে বেশ আতঙ্কে আছেন বলে জানিয়েছে খালিজ টাইমস। এখানকার ভবনগুলোর ভেতরে এবং আশপাশে একাধিকবার সাপ দেখা যাওয়ার পর বাসিন্দারা চরম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন। বিশেষ করে ছোট শিশু ও পোষা প্রাণীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
কয়েক সপ্তাহ ধরে আল রামথ ক্লাস্টারের বাসিন্দারা তাঁদের ভবনের প্রবেশপথ, বারান্দা এমনকি অ্যাপার্টমেন্টের দরজাতেও সাপ দেখতে পান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনা জানাজানি হওয়ার পর দুবাই মিউনিসিপ্যালিটি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তারা বাসিন্দাদের আশ্বস্ত করে জানায়, একটি বিশেষ কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে একটি সরীসৃপকে নিরাপদে সরিয়ে নিয়েছে। পাশাপাশি, কমিউনিটিতে সাপের ফাঁদ এবং প্রতিরোধক স্থাপন করা হয়েছে।
রেমরাম কমিউনিটির দীর্ঘদিনের বাসিন্দা ফাতিমা আনোয়ার জানান, গত নয় বছরে তাঁরা এমন সমস্যার মুখোমুখি হননি। সম্প্রতি কমিউনিটির কাছেই একটি বড় নির্মাণ কাজ শুরু হয়েছে। অনেকে ধারণা করছেন, এই নির্মাণ কাজের কারণে আবাসস্থল ভেঙে যাওয়ায় সাপগুলো লোকালয়ে চলে আসছে। দুবাই মিউনিসিপ্যালিটিও এই ধারণার সঙ্গে একমত পোষণ করেছে। জানিয়েছে যে নির্মাণ স্থলের কাছাকাছি হওয়ায় এমনটি হতে পারে।
বাসিন্দারা নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করছেন। ভারতীয় প্রবাসী সুরাজ বলেন, আমি আমার সন্তানদের সাবধান করে দিয়েছি যেন তারা খেলার সময় ঝোপঝাড়ের কাছে না যায়। যদি বল ঝোপের মধ্যে চলে যায়, তাহলে রাবারের গ্লাভস পরে সেটা বের করতে বলেছি।
দুবাই মিউনিসিপ্যালিটি ডেভেলপারদের সঙ্গে সমন্বয় করে আরও সাপের ফাঁদ পাতা, গাছপালা ছাঁটা এবং নির্মাণ বর্জ্য সময় মতো পরিষ্কার করার মতো পদক্ষেপ নিয়েছে। তারা বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি করছে। ফাতিমা আনোয়ারের মতে, কমিউনিটির সামাজিক মাধ্যমে জানানো হয়েছে যে সাপ খুঁজে বের করার জন্য একটি বিশেষ দল প্রতিদিন তিন ঘণ্টা কাজ করছে।
দুবাই মিউনিসিপ্যালিটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা জনস্বাস্থ্য এবং সুরক্ষার ব্যাপারে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। সকল বাসিন্দার জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তারা ডেভেলপার এবং কমিউনিটির অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল