দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি আজ মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। তার সফরসঙ্গী হিসেবে কয়েকজন জ্যেষ্ঠ পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তাকে নিয়ে রিয়াদে পৌঁছেছেন। সেখানে তিনি সৌদি প্রতিরক্ষামন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।
এর আগে চলতি বছর সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান তেহরান সফর করেছিলেন। লারিজানির এই সফর সেই কূটনৈতিক আদান-প্রদানেরই ধারাবাহিকতা।
লারিজানির এই গুরুত্বপূর্ণ সফরে তার সঙ্গে রয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরীয় বিষয়ক সহকারী মোহাম্মদ আলী বেক এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পররাষ্ট্রনীতি বিষয়ক ডেপুটি আলী বাঘেরি কানি।
এই সফর লারিজানির আঞ্চলিক কূটনৈতিক সফরের তৃতীয় ধাপ। এর আগে তিনি গত মাসে আঞ্চলিক আলোচনা ও সহযোগিতা বাড়ানোর জন্য বাগদাদ ও বৈরুত সফর করেছিলেন।
এই বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সামগ্রিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেওয়া হবে বলে জানা গেছে।
সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল