ভারতীয় জলসীমায় অনধিকার প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় তাদের ব্যবহৃত ট্রলার, মাছ ধরার জাল ও ধরা মাছ জব্দ করা হয়।
প্রায় ১০–১২ দিন আগে ভোলার বিভিন্ন এলাকা থেকে ওই মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে বের হন। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে দিকভ্রান্ত হয়ে গত শুক্রবার রাতে ট্রলারটি ভারতের সীমানায় ঢুকে পড়ে। এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকার খিরোদখালি থেকে বিএসএফ তাদের আটক করে।
দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার আটক মৎস্যজীবীদের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোস্টাল থানার কাছে হস্তান্তর করা হয়। সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে।
আটক মৎস্যজীবী মো. জাকির বলেন, ‘আমরা সবাই একটি ট্রলারে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলাম। কিন্তু দিক হারিয়ে ভুল করে ভারতীয় সীমানায় প্রবেশ করি।’
আরেকজন মৎস্যজীবী মুহম্মদ শাবির বলেন, ‘সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম। কিন্তু পথ হারিয়ে অনিচ্ছাকৃতভাবে ভারতের জলসীমায় ঢুকে পড়ি। তাই আমাদের আটক করা হয়েছে।’
বিডি প্রতিদিন/হিমেল