সীমান্তের কাছে দক্ষিণ কোরিয়ার সেনাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে উত্তর কোরিয়া জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার উচিত হবে তাদের পূর্বপরিকল্পিত এবং 'ইচ্ছাকৃত উস্কানি' বন্ধ করা। পিয়ংইয়ং দাবি করেছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একটি মেশিনগান থেকে উত্তর কোরিয়ার সেনাদের দিকে ১০টিরও বেশি গুলি চালিয়েছে।
শনিবার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল গত মঙ্গলবারের এ ঘটনাকে 'ইচ্ছাকৃত উস্কানি' বলেই অভিহিত করেছেন। পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, এটি একটি অত্যন্ত গুরুতর ভূমিকা যা অনিবার্যভাবে দক্ষিণ সীমান্ত অঞ্চলে পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যাবে, যেখানে বিপুল সংখ্যক বাহিনী একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, এ সংঘর্ষ নিয়ন্ত্রণহীন পর্যায়ে পৌঁছে যাবে।
এদিকে আল জাজিরার খবরে বলা হয়, শনিবার এক বিবৃতিতে গুলিবর্ষণের বিষয়টি স্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার সেনারা সংক্ষিপ্তভাবে সীমান্ত অতিক্রম করার পর সতর্কতামূলক গুলি ছুড়ে তাদের সেনারা। সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে ডি ফ্যাক্টো সীমান্তের কথা উল্লেখ করে জানান, কেন্দ্রীয় ফ্রন্টলাইন ডিএমজেড (ডিমিলিটারাইজড জোন) এর মধ্যে সামরিক সীমানা রেখার (এমডিএল) কাছে কর্মরত কিছু উত্তর কোরিয়ার সেনা এমডিএল অতিক্রম করে, যার ফলে সতর্কতামূলক গুলি ছুড়েছে আমাদের সেনাবাহিনী।
এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সর্বশেষ সীমান্ত সংঘর্ষ হয়েছিল। সে সময় উত্তর কোরিয়ার প্রায় ১০ জন সেনা সদস্য সাময়িকভাবে সীমান্ত অতিক্রম করলে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি চালিয়েছিল।
সূত্র: আল জাজিরা, বিবিসি।
বিডি প্রতিদিন/এএম