ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌথ বাহিনীর অভিযানে ১৬৫ মণ নিষিদ্ধ পলিথিনসহ কৃষ্ণ চন্দ্র সাহা (৫৫) নামে এক ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে পৌর এলাকার শাহপুর গ্রামে অভিযান চালিয়ে পলিথিন জব্দ ও তাকে গ্রেপ্তার করা হয়।
কসবায় থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কৃষ্ণ সাহার বাড়ি থেকে এসব পলিথিন জব্দ ও তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা পলিথিনের মূল্য প্রায় আট লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএম