ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা শহরের মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালীগঞ্জের ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. শহিদুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, জমির বর্তমান বাজারমূল্য প্রতি শতক প্রায় ৫ লাখ টাকা হলেও অধিগ্রহণের জন্য জেলা প্রশাসন মাত্র ১ হাজার ৮০০ টাকা করে মূল্য নির্ধারণ করেছে। অনেক মৌজার জমি বাণিজ্যিক শ্রেণির হলেও তা ‘ডোবা’ ও ‘ডাঙ্গা’ হিসেবে দেখানো হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, জমি অধিগ্রহণে নিয়ম অনুযায়ী ৮ ধারা নোটিশ জারির আগে ৭ ধারা নোটিশের মাধ্যমে স্থানীয় জমির মালিকদের সঙ্গে সরকারের সমন্বয়ের কথা থাকলেও তা করা হয়নি। শুনানি ছাড়াই জেলা প্রশাসন ৮ ধারা নোটিশ জারি করেছে।
শহিদুল ইসলাম বলেন, কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ফুলবাড়ি পর্যন্ত অন্তত ১৯টি মৌজার শত শত জমির মালিক প্রকৃত জমির মূল্য থেকে বঞ্চিত হয়েছেন। তাই অধিগ্রহণকৃত জমির ৮ ধারা প্রত্যাহার করে পুনরায় জরিপের মাধ্যমে জমি ও স্থাপনার ন্যায্য বাজারমূল্য নির্ধারণ করার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওবায়দুল ইসলাম পাটোয়ারী, ফরিদ উদ্দিন মিয়া, জালাল উদ্দিন ও আবু জাফর প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল