নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে এবং মানবিক সহযোগিতা পৌঁছে দিতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত)-এর অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি ভর্তি সহায়তা হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়।
দিনব্যাপী এই কার্যক্রমে শুভসংঘের সদস্যরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানা মানবিক সেবা প্রদান করেন। নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি ও টিস্যু বিতরণ করা হয়। এছাড়াও, পরীক্ষার্থীদের মোবাইল, ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী জমা রাখা, এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া, পরীক্ষা কক্ষ পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো কার্যক্রমও পরিচালনা করে শুভসংঘের স্বেচ্ছাসেবীরা।
এই মানবিক উদ্যোগ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেক অভিভাবকই শুভসংঘের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষার্থীরাও জানান, ভর্তি প্রক্রিয়ায় এমন সহযোগিতা তাদের জন্য ছিল অনেক বড় স্বস্তি ও প্রেরণা।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সদস্যদের নিরলস প্রচেষ্টায় কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়। বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার শুভার্থী মাহমুদুল হাসান শোভনের নেতৃত্বে ও রাজিব হোসেনের সার্বিক দিকনির্দেশনায় কার্যক্রমে অংশ নেন সুমন বসুনিয়া, ইমদাদুল হক, ইব্রাহিম হোসেন, নিয়াজ মাহমুদ সজল, শুভ, নাজমুল হোসেন, আজিজুল হক, লিখন আহমেদ, মনির হোসেন, মুত্তাকিন ইসলাম মুসা প্রমুখ।
এ বিষয়ে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার শুভার্থী মাহমুদুল হাসান শোভন বলেন, ‘নতুন শিক্ষার্থীদের জন্য এমন একটি হেল্প ডেস্ক স্থাপন করা তাদের প্রতি আমাদের সংহতি ও সহযোগিতার প্রতীক। ছোট ছোট সহায়তাগুলো শিক্ষার্থীদের জন্য অনেক বড় স্বস্তি বয়ে আনে। বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। বসুন্ধরা শুভসংঘের প্রতিটি সদস্যের মানবিক এই উদ্যোগুলো আমাদের শক্তি।’
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি রাজিব হোসেন বলেন, ‘ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের সহযোগিতা করার ক্জকে আমরা নিজের দায়িত্ব হিসেবে দেখেছি। এসবের মাধ্যমে আমরা চাই শিক্ষার্থীরা নতুন পথচলায় অনুপ্রেরণা পাক।’
বিডি প্রতিদিন/জামশেদ