কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের মোঃ রিশাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের আসমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিশাদ ওই গ্রামের শিপন মিয়ার ছেলে এবং ওই শিশুটি বাবা-মায়ের কাজের কারনে সঙ্গে না থেকে ঢাকায় রিশাদ তার দাদীর কাছে ছিল।স্থানীয়রা জানান,শিশুটি শনিবার দুপুরের দিকে বাড়ির উঠানে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়।এসময় খেলতে খেলতে অসাবধানতাবশত পাশের একটি খালের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে তাকে খালে ভাসমান মরদেহ দেখতে পান।পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেয়া হলে শিশুটিকে ওই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম