বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের অগ্রগতি ও কারিগরদের কাজ সরেজমিনে দেখতে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জের জামদানি পল্লী পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার দুপুরে তিনি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া, গঙ্গাপুর এবং রূপগঞ্জের তারাব পৌরসভায় জামদানি পল্লী ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্থানীয় জামদানি সমিতির নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি জামদানি পল্লীর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন এবং কারিগরদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খান প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক