আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মূল্যায়ন করতে বললে ট্রাম্প জবাব দেন, ‘১০–এ ১০।’
তিনি জানিয়েছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পথে “খুব ভালো অগ্রগতি” হয়েছে, তবে এখনও কোনো চুক্তি হয়নি।
ফক্স নিউজ উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি বলতে পারি বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক। জানেন তো, উনি (পুতিন) শক্তিশালী একজন মানুষ, সব বিষয়ে বেশ কঠিন অবস্থান নেন। তবে বৈঠকটি ছিল দুই গুরুত্বপূর্ণ দেশের মধ্যে আন্তরিক আলোচনা।”
ট্রাম্প আরও বলেন, যখন এ ধরনের দেশগুলো একে অপরের সঙ্গে সুসম্পর্ক রাখে, সেটা খুব ইতিবাচক বিষয়। আমি মনে করি আমরা একটা চুক্তির বেশ কাছাকাছি আছি। তবে দেখুন, শেষ পর্যন্ত ইউক্রেনকেও এতে রাজি হতে হবে।”
শুক্রবার বিকেলে আলাস্কায় বসে এই বৈঠক, যার মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো ও শান্তির পথে অগ্রসর হওয়া। বৈঠকের আগে এয়ার ফোর্স ওয়ান থেকে ট্রাম্প জানান, তিনি এই আলোচনায় অংশ নিচ্ছেন “অনেক প্রাণ বাঁচানোর জন্য” এবং আশা করছেন, ভবিষ্যতে যুদ্ধবিরতির একটি সমঝোতা হতে পারে। বৈঠক শেষে তিনি একে আখ্যায়িত করেন “অত্যন্ত ফলপ্রসূ” হিসেবে, তবে স্বীকার করেন, “আমরা এখনো পুরোপুরি সেই লক্ষ্যে পৌঁছাইনি।”
সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, “আমরা বহু বিষয়ে একমত হয়েছি। কয়েকটি বড় বিষয়ে এখনো সমঝোতা হয়নি, কিন্তু সেখানে কিছু অগ্রগতি হয়েছে। তাই বলছি—চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হয়নি।”
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই সুরে মন্তব্য করেন। তিনি বৈঠককে বর্ণনা করেন “পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত” একটি আলোচনার হিসেবে।
হ্যানিটিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা করেছি। আমার বিশ্বাস, পুতিনও চায় একটি সমঝোতা হোক।”
সূত্র: ফক্স নিউজ
বিডি প্রতিদিন/নাজিম