রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের পূর্বদিকের অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মাত্র ১০ কিলোমিটার গভীরতায় উৎপন্ন এই ভূমিকম্পটি অপেক্ষাকৃত অগভীর হওয়ায় এর আফটারশকের (অনুস্পন্দন) ধাক্কা অনেক বেশি ছিল। এর আগের দিন, বুধবার, একই এলাকায় একই গভীরতায় ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। খবর খালিজ টাইমসের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্য অনুযায়ী, বুধবারের ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ১৬ ঘণ্টার বেশি সময় পার হলেও রাশিয়ার কাছাকাছি এলাকায় এখন পর্যন্ত ১২৫টিরও বেশি আফটারশক (কমপক্ষে ৪.৪ মাত্রার) রেকর্ড করা হয়েছে।
এর মধ্যে তিনটি আফটারশকের মাত্রা ছিল ৬.০ বা তার বেশি, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ছিল ৬.৯ মাত্রার এবং এটি মূল ভূমিকম্পের মাত্র ৪৫ মিনিট পর আঘাত হানে। সবচেয়ে সাম্প্রতিক বড় আফটারশকটি ছিল ৬.৪ মাত্রার, যা মূল ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ মাইল দক্ষিণ-পশ্চিমে অনুভূত হয়।
ভূকম্পবিদদের মতে, সাধারণত মূল ভূমিকম্পের পর ঘণ্টা কিংবা কয়েক দিনের মধ্যেই সবচেয়ে বেশি ও শক্তিশালী আফটারশকগুলো ঘটে। সময়ের সঙ্গে সঙ্গে এদের সংখ্যা ও তীব্রতা কমে আসে।
বিডি-প্রতিদিন/শআ