ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আরও দেশ আব্রাহাম অ্যাকর্ডস-এ যুক্ত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ সময় তিনি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানান।
সৌদি আরবের সম্মেলনে তিনি বলেন, তার প্রথম প্রেসিডেন্সির মেয়াদের শেষে মধ্যপ্রাচ্যে শান্তির জোয়ার বইছিল। তিনি আশা করেন, তার নেতৃত্বে সেই অগ্রগতি আবার শুরু হবে।
ট্রাম্প দৃঢ়ভাবে বলেন, আমরা এমন একটি মধ্যপ্রাচ্য গড়ে তুলব যা সমৃদ্ধশালী হবে এবং যা হবে বিশ্বের ভৌগোলিক কেন্দ্র।
এদিন তিনি ইরানের সঙ্গে চুক্তি করার ইচ্ছা প্রকাশ করে বলেন, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী। তবে তার আগে ইরানকে ‘সন্ত্রাসে সহায়তা বন্ধ করতে হবে’ এবং ‘পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে হবে’।
তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেন, তাদের ‘অযোগ্যতা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে’।
ট্রাম্প আরও বলেন, এই টেবিলে বসে থাকা লোকেরা জানে, আমার আনুগত্য কোথায়। তিনি দাবি করেন, এই অঞ্চলে অবিশ্বাস্য সব চুক্তি হাতছানি দিচ্ছে এবং অনেকে ঈর্ষাভরে তাকিয়ে আছে।
গাজা পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি চান ফিলিস্তিনিরা ভবিষ্যতে নিরাপত্তা ও মর্যাদা পাবে। কিন্তু গাজার নেতৃত্ব সহিংসতা চালিয়ে গেলে তা সম্ভব নয়। তিনি সম্মেলনে উপস্থিত আরব নেতাদের গাজা যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তিনি আরও কৃতজ্ঞতা জানান ইসরায়েলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্ত করার জন্য।
সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এটা আমার জন্য সম্মানের বিষয়। তিনি জানান, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প বলেন, এটি ভালো কিছু নিয়ে আসবে এবং লেবাননও হিজবুল্লাহর দখল থেকে মুক্ত হবে। সূত্র: ফক্স নিউজ
বিডি প্রতিদিন/একেএ