আজ মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ৪ মার্চ থেকেই সিদ্ধান্ত কার্যকর করা হবে এবং এই নির্দেশ পেছানোর কোনও সুযোগ নেই।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় বিকালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, “আপনারা জানেন, শুল্ক আরোপের বিষয়ে সব ঠিকঠাক আছে। এগুলো মঙ্গলবার (৪ মার্চ) থেকেই কার্যকর হবে।”
গত মাসে এক নির্বাহী আদেশ জারি করে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে কানাডার তেল ও জ্বালানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে না। কারণ দেশটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদেশি তেল সরবরাহকারী, যা দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৬০ শতাংশ জোগান দেয়।
গত মাসে এই শুল্ক আরোপের কয়েক দিন পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তৎপর কূটনৈতিক আলোচনার পর ট্রাম্প এই শুল্ক কার্যকরের তারিখ পিছিয়ে ৪ মার্চ নির্ধারণ করেন। সূত্র: রয়টার্স, বিবিসি
বিডি প্রতিদিন/একেএ