জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এক ভারতীয় শ্রমিক। এ সময় নিরাপত্তারক্ষীর গুলিতে সীমান্তেই মৃত্যু হল তার।
জানা গেছে, ওই শ্রমিক ভারতের কেরালার বাসিন্দা। এক সঙ্গীর সঙ্গে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। নিরাপত্তারক্ষীর গুলিতে তার সঙ্গীও আহত হয়েছেন।
চলতি মাসে আম্মানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই শ্রমিকের পরিবারকে তার মৃত্যুর খবর জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
জানা গেছে, ট্যুরিস্ট ভিসায় আরও তিনজনের সঙ্গে জর্ডানে গিয়েছিলেন কেরালার ওই ব্যক্তি। তাদের মধ্যে দু’জন অবৈধভাবে জর্ডান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সেই সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হন তিনি। নিহত ব্যক্তির নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা (৪৭)। তিনি তিরুঅনন্তপুরমের থুম্বার বাসিন্দা। থমাসের সঙ্গী ৪৩ বছর বয়সি এডিসনও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। এডিসনও থুম্বার বাসিন্দা। দু’দিন আগে কেরালায় নিজের বাড়িতে ফিরেছেন তিনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্য থমাস এবং এডিসন দু’জনেই পেশায় রিকশাচালক ছিলেন। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ কাজের খোঁজে জর্ডানে গিয়েছিলেন তারা। সঙ্গে আরও তিনজন ছিলেন। বৈধ অনুমতিপত্র ছাড়াই তারা ইসরায়েলে ঢোকার চেষ্টা করছিলেন। সে সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তাবাহিনী।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতীয় দূতাবাস থেকে তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “থমাস এবং আরও এক ব্যক্তি অবৈধভাবে জর্ডানের কারকাক জেলায় সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে ঢোকার চেষ্টা করছিলেন। নিরাপত্তাবাহিনী তাদের থামানোর চেষ্টা করলেও তারা সতর্কীকরণে কান দেননি বলে অভিযোগ। তখনই রক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালান। থমাসের মাথায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।”
থমাসের মৃতদেহ এবং ব্যক্তিগত জিনিসপত্র ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ট্রিবিউন ইন্ডিয়া, ইটিভি ভারত
বিডি প্রতিদিন/একেএ