মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানে আঘাত হানতে ব্যর্থ হয়।
মার্কিন দুই কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
নাম না প্রকাশের শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন, বিমানটিকে লক্ষ্য করে লোহিত সাগর থেকে নাকি ইয়েমেনের অভ্যন্তর থেকে হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট কিছু যানা যায়নি। তিনি আরও বলেন, এর মাধ্যমে হুথি বিদ্রোহীদের সক্ষমতা প্রকাশ পাচ্ছে।
ইরান সমর্থিত গোষ্ঠী হুতিদের নেতৃত্বদানকারী আব্দুল মালিক আল হুথি গত ২১ ফেব্রুয়ারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি জোরপূর্বক গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে কাজ করে তাহলে লোহিত সাগরে মার্কিন জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হবে।
গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা নিয়ে যুদ্ধবিরতি যুক্তি অনুষ্ঠিত হয়। তবে শনিবার ৬ জিম্মিকে মুক্তি দেওয়ার পর তাতে অপমানের অভিযোগ তুলে ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর ফলে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: রয়টার্স, আরব নিউজ
বিডি প্রতিদিন/একেএ