২০২৪ সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর সোমবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বহুল আলোচিত এ মামলার রায়ের দিন ধার্য করে আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সময়ের সর্বশেষ পুলিশপ্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও এই মামলায় আসামি। তবে চৌধুরী মামুন দোষ স্বীকার করে হয়েছেন রাজসাক্ষী (অ্যাপ্রুভার)। রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন তিনি।
গত ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষে রায়ের তারিখ ঘোষণার জন্য গতকালের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। ২৩ অক্টোবর চূড়ান্ত যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন ট্রাইব্যুনালের কাছে। আর আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন দাবি করেন, তার মক্কেলরা নির্দোষ, তারা খালাস পাবেন। রায়ের তারিখ ঘোষণার জন্য দিন ধার্য থাকায় এই মামলাটি গতকালের কার্যতালিকার এক নম্বরে আসে। দুপুর ১২টা ৫ মিনিটে তিন বিচারক এজলাসে ওঠেন। পরে ট্রাইব্যুনাল চেয়ারম্যান ঘোষণা করেন রায়ের তারিখ। বলেন, এই মামলাটি আগামী সোমবার, ১৭ নভেম্বর রায়ের জন্য থাকবে।
এ সময় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীম, বিএম সুলতান মাহমুদ, তারেক আবদুল্লাহ, আবদুস সাত্তার পালোয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেনও উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালে।
এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা এই মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল গতকাল। ভোর থেকেই সুপ্রিম কোর্ট এলাকার সব প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। ট্রাইব্যুনালের মূল ফটকে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন এপিসিসহ। নিরাপত্তার দায়িত্ব পালন করেছে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবিও। এদিন গণমাধ্যমকর্মীদের ট্রাইব্যুনালে প্রবেশের সময় অতিরিক্ত তল্লাশির মুখোমুখি হতে হয়েছে। এই রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গতকাল ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল।
রায়ের তারিখ ঘোষণার পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ পরিক্রমা শেষে, সাক্ষ্যপ্রমাণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। আজকে (গতকাল) মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর, সোমবার দিন নির্ধারণ করেছেন। ইনশাল্লাহ আগামী ১৭ নভেম্বর এই মামলাটির রায় ঘোষিত হবে।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতাবিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে। তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য, এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমার দীর্ঘ একটি যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি, ইনশাল্লাহ আদালত তার সুবিবেচনা, প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং বিচারের জন্য এই জাতির যে আকাক্সক্ষা, যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন। একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। আশা করছি ভবিষ্যতে এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায়ই প্রত্যাশা করছি।’
রায়ের তারিখ ঘোষণার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী মো. আমির হোসেন বলেন, ‘আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা (মক্কেলরা) খালাস পাবেন। এটা আমি বিশ্বাস করি।’
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলায় মোট ৮৪ জনকে সাক্ষী করা হয়েছিল। তবে রাজসাক্ষীসহ ৫৪ জনকে উপস্থান করা হয়েছে। এর মধ্যে চাক্ষুষ সাক্ষী সাতজন, আহত ভুক্তভোগী দুজন, ভুক্তভোগীর পরিবারের আটজন, আন্দোলনে অংশগ্রহণকারী সাতজন, আহতদের চিকিৎসক সাক্ষী তিনজন এবং জব্দ তালিকার সাক্ষী রয়েছেন ১৪ জন। সাংবাদিক হিসেবে সাক্ষ্য দিয়েছেন একজন। ময়নাতদন্তকারী চিকিৎসক একজন, ঘটনার সমর্থনে সাক্ষী দুজন, রাজসাক্ষী একজন, বিশেষ তদন্তকারী কর্মকর্তা একজন ও মূল তদন্ত কর্মকর্তা হিসেবে একজনের সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেট, বিশেষজ্ঞ, ওয়ারল্যাস বার্তার সাক্ষী হিসেবে একজন করে; ফরেনসিক, ঘটনার পটভূমির সাক্ষী হিসেবে দুজন করে জবানবন্দি দিয়েছেন ট্রাইব্যুনালে। ২৮ কার্যদিবসে এসব সাক্ষী উপস্থাপন করে তারা। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী উপস্থাপন হয়নি ট্রাইব্যুনালে।
গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর চলতি বছরের ২৫ মে থেকে ৮ অক্টোবরের মধ্যে মানবতাবিরোধী অপরাধে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে, তার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা আটটি। এর মধ্যে পাঁচটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। বিচারাধীন পাঁচটি মামলার মধ্যে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে এই মামলাটিই রায় ঘোষণার পর্যায়ে এসেছে সবার অগে।
এ মামলায় দালিলিক হিসেবে ৯০টি তথ্যচিত্র ও ৩৫টি বস্তুগত প্রমাণ জমা দেওয়া হয় প্রসিকিউশনের পক্ষ থেকে। এর মধ্যে তৎকালীন সরকারের সিদ্ধান্ত, গুলির নির্দেশনা, অডিও-ভিডিওসহ জব্দ করা বিভিন্ন নথিপত্র রয়েছে। মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার সাক্ষ্যের দিন চারটি ফোনালাপের অডিও রেকর্ড বাজিয়ে শোনানো হয় ট্রাইব্যুনালে; যা যুক্তিতর্কে শক্তভাবে উপস্থাপন করে প্রসিকিউশন। ফোনালাপের একটি শেখ হাসিনা-শেখ ফজলে নূর তাপসের, একটি শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের এবং দুটি শেখ হাসিনার সঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর। তাদের কথোপকথনে জুলাই-আগস্ট আন্দোলন দমনের নীলনকশা, নৃশংসতা ও হত্যাকাণ্ডের ইঙ্গিত মেলে। এ ছাড়া সাক্ষীদের জবানবন্দিতেও উঠে আসে নানা তথ্য-উপাত্ত। ফলে আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত- দাবি প্রসিকিউশনের।
শেখ হাসিনার সরকারের পতনের পর গত বছরের ১৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের হয়। এর পরিপ্রেক্ষিতে দুই মাস পর অর্থাৎ ১৪ অক্টোবর তদন্তকাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্তে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে দেশজুড়ে সংঘটিত হত্যাকাণ্ড, লাশ পুড়িয়ে ফেলাসহ সব মানবতাবিরোধী অপরাধের প্রধান ‘মাস্টারমাইন্ড’ বা ‘সুপিরিয়র কমান্ডার’ হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। এরই ধারাবাহিকতায় জুলাই-আগস্টে গণহত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলতি বছরের ১২ মে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এরপর ট্রাইব্যুনাল-১-এ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।
দুই ধাপে শুনানি শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। গত ৩ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে শুরু হয় এই মামলার বিচার। ওই দিন প্রধম সাক্ষীর সাক্ষ্য গ্রহণও করেছেন ট্রাইব্যুনাল। ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরার মাধ্যমে শেষ হয় মামলার সাক্ষ্যগ্রহণের ধাপ। পরে দুই পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হয় মামলার বিচার। এ মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠার।