শারদীয় দুর্গাপূজা ও প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানা গেছে। তবে জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে। জেলা প্রশাসক এ বি এম ইফতারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রেখে এখনো ১৪৪ ধারা বহাল আছে।
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গঠিত মেডিকেল বোর্ডের তদন্ত কমিটি তাদের রিপোর্ট গতকাল রাতে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. ছাবের আহমেদের কাছে জমা দিয়েছে। মেডিকেল বোর্ডের প্রধান ও গাইনি বিভাগের চিকিৎসক জয়া চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। মেডিকেল রিপোর্টের বিষয়ে ডা. জয়া চাকমা জানান, রিপোর্টে কী আছে তা আদালত জানাবে।
সিভিল সার্জন ডা. ছাবের আহমদ জানান, রিপোর্টটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেছি। তিনিও রিপোর্টে কী আছে তা আদালত জানাবেন বলে জানিয়েছেন।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ ও সদর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম গতকাল স্থানীয় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।