গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি আস্তানায় অভিযানের নামে ২০১৬ সালে সাতজনকে হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল এই পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন টাইব্যুনাল। গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা বা জঙ্গি দমন অভিযান ছিল না। এটি ছিল একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। দেশের বিভিন্ন এলাকা থেকে সাতজন ইসলামি ভাবধারার যুবক ও মাদরাসার ছাত্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার পর গাজীপুরের জয়দেবপুরের ওই বাড়িতে তাদের আটকে রাখা হয়েছিল। পরে জঙ্গি অভিযানের নামে তাদের হত্যা করা হয়। দেশের যেসব এলাকা থেকে নিহতদের বেআইনিভাবে আটক করা হয়েছিল এবং যে এলাকায় অভিযান চালানো হয়েছিল, সেই সব এলাকার পুলিশ কর্মকর্তাদের এ মামলায় আসামি করা হয়েছে বলে জানান প্রসিকিউটর তামীম। ২০১৬ সালের ৮ অক্টোবর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল গাজীপুর পুলিশের সহায়তায় জয়দেবপুরের পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরে রাখে। পরে দুপুর ১২টায় ঢাকা মহানগর পুলিশের বিশেষ ইউনিট সোয়াট সেখানে অভিযান শুরু করে। চলে বিকাল ৩টা পর্যন্ত। অভিযানের নাম ছিল ‘অপারেশন স্পেট-এইট’। সে সময় পুলিশ জানিয়েছিল, আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে জঙ্গিরা বাড়ির ভিতর থেকে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সাত জঙ্গির সবাই নিহত হন। অভিযানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহতদের ছবি প্রকাশ করে তাদের পরিচয় শনাক্ত করতে আহ্বান জানিয়েছিল। পরে নিহত সাতজনের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করা হয়। এই তিনজন হলেন- সিরাজগঞ্জের ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত, সুনামগঞ্জের সাইফুর রহমান বাবুল ও ঢাকার বংশালের ইব্রাহীম বিন আজিম। ফরিদুল ইসলাম আকাশকে সে সময় ‘নব্য জেএমবি’র ঢাকা বিভাগের অপারেশন কমান্ডার হিসেবে চিহ্নিত করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৯ বছর আগে সংঘটিত অভিযানকে ‘সাজানো নাটক’ উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দেন নিহত ইব্রাহীম বিন আজিমের বাবা আজিম উদ্দীন। তার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত সংস্থা ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক প্রমাণ পাওয়ার পর মামলা দায়ের করা হয়। এই মামলার পাঁচ আসামিকে ধরতেই প্রসিকিউশনের আবেদনে পরোয়ানা জারি করলেন ট্রাইব্যুনাল।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
আপডেট:
০২:২০, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
জঙ্গি নাটক সাজিয়ে সাত জনকে হত্যার অভিযোগ
পরোয়ানা সাবেক আইজিপিসহ পাঁচ জনের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর