সরকার চালানোর পদ্ধতি আর এনজিও বা করপোরেট প্রতিষ্ঠান পরিচালনার ধরন এক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘এনজিওর মতো কিংবা করপোরেট প্রতিষ্ঠান দিয়ে সরকার চালালে সমস্যা হবে। সরকার আর এনজিও আলাদা বিষয়।’ গতকাল রাজধানীর বনানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ড. মঈন খান। এনজিও একটি নির্দিষ্ট জনগণের অংশ নিয়ে কাজ করে জানিয়ে মঈন খান বলেন, ‘এনজিও সাধারণত জনগণের একটি নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করে, সব জনগণের জন্য নয়। অন্যদিকে করপোরেট প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন। কিন্তু সরকার পরিচালনায় গণতন্ত্রের মূল শর্ত হলো, সব জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা। জনগণের সরকারকে বাস্তবমুখী ব্যবস্থা নিতে হবে।’
বৈদেশিক মুদ্রা বিনিময়হারের বিষয়েও সরকারকে প্রশ্নবিদ্ধ করেন মঈন খান। তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো টাকার বিপরীতে ডলারের মান অবমূল্যায়িত হতে দেখলাম। কিন্তু বাংলাদেশ ব্যাংক কেন তা ঠেকাতে চায়? টাকা শক্তিশালী হলে দেশের বৈদেশিক ঋণ পরিশোধে সুবিধা হয়।’ ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা করা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।’