বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মুখপাত্র ট্যামি ব্রুস।
সম্প্রতি ভারতে সফররত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা’ শীর্ষক বিতর্কিত মন্তব্য নিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই। বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটির অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি, এটাই আমরা আশা করি এবং এটাই অব্যাহত থাকবে। ভারত সফররত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এক সাক্ষাৎকারে দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং দেশটিতে ইসলামপন্থি সন্ত্রাসবাদের হুমকি ‘ইসলামি খেলাফত প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য’ থেকে উৎসারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হয়েছে, তবে ইসলামপন্থি সন্ত্রাসবাদের বিষয়টি এখনো ‘মূল উদ্বেগের কেন্দ্রবিন্দু’।
তুলসী গ্যাবার্ডের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ মন্তব্যকে ‘ভ্রান্ত, ক্ষতিকর ও দেশের ভাবমূতি নষ্ট করার চেষ্টা’ বলে এক বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অব্যাহতভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সংস্কার ও অন্যান্য সন্ত্রাসবিরোধী উদ্যোগের মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করছে।