বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে পারে। তবে সরকারি সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় কোনো বৈঠক হবে না।
আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে। অনেক বছর পর এবার রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে সম্মেলন হচ্ছে। মূল থিম হলো ২০৩০ সালের মধ্যে সমৃদ্ধিশালী, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমসটেক গঠন। সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাণিজ্যমন্ত্রী পিযুষ গোয়েল যাবেন। তাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠক হতে পারে। এই গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সম্মেলনে বিমসটেক ব্যাংকক ভিসান এবং ঘোষণাপত্র জারি হবে। এই ঘোষণায় জঙ্গিবাদের বিষয়টি প্রাধান্য পাবে।