জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন। বিকাল ৫টায় তাঁকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই সফরে জাতিসংঘের মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ওই বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিবকে একটি রেজল্যুশন অনুমোদনের জন্য বাংলাদেশের আগ্রহের বিষয়টি তুলে ধরা হবে। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘ মহাসচিবের সফর সম্পর্কিত বিস্তারিত তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন। সরকারের লক্ষ্য জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে দ্রুত একটি রেজল্যুশন পাস করা; এই রেজল্যুশনের মধ্য দিয়ে বৈশ্বিকভাবে রোহিঙ্গাসংকট আরও বেশি নজর কাড়বে। জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফরের মধ্য দিয়ে সে বিষয়ে উদ্যোগ আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার বিকালে ঢাকায় পৌঁছানোর পর সফরের দ্বিতীয় দিন শুক্রবার থেকে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ওই দিন সন্ধ্যায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টাকে নিয়ে ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন তিনি। ঢাকায় ফিরে সফরের তৃতীয় দিন শনিবার জাতীয় ঐকমত্য কমিশন ও সিভিল সোসাইটির সঙ্গে বৈঠক করবেন। চার দিনের সফর শেষে রবিবার তিনি ঢাকা ছাড়বেন।
সেপ্টেম্বরে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক কনফারেন্স : প্রেস সচিব জানান, চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই কনফারেন্সে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া সহায়তা দেবে। এই সফরের পর এ বিষয়ে আরও অগ্রগতি হবে বলেও জানান তিনি।
রোহিঙ্গা প্রত্যাবাসনে রোডম্যাপ তৈরিতে জোর : রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান, জাতিসংঘ এবং দাতা দেশগুলোকে নিয়ে বিস্তৃত পরিসরে একটি রোডম্যাপ তৈরিতে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ওথমান হাশিম পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ বিষয়ে জোর দেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ায় কূটনীতিক ওথমান হাশিমকে অভিনন্দন জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, তার মেয়াদে রোহিঙ্গাসংকট সমাধানে নতুন পথ তৈরি করবে।