বিএনপির জনসমাবেশগুলোতে জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে বলা হয়েছে, নির্বাচন নিয়ে কোনো রকম টালবাহানা সহ্য করা হবে না। জনগণ এই টালবাহানা মানবে না। সমাবেশে বক্তারা অবিলম্বে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুর : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া সরকারকে উদ্দেশ করে বলেছেন, সংস্কার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আপাতত যে কাজ করলে দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব হবে সেই কাজ শেষ করুন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ডানে-বায়ে, এদিকে-সেদিক টালবাহানা করে সময় ক্ষেপণ করলে জনগণ তা মেনে নেবে না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ও তারিখ ঘোষণা করুন। জনগণ জীবন দিয়ে, পঙ্গুত্ববরণ করে অনেক আশা-ভরসা করে এ সরকারকে এনেছে। সরকার আমাদের আশা পূরণে ব্যর্থ হচ্ছে। পুরো ব্যর্থ হওয়ার আগে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তাহলে আপনারা বাঁচবেন, জনগণও বাঁচবে।
গতকাল বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমান আগামীর বাংলাদেশ বির্নিমাণে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে ৩১ দফা দাবি দিয়েছেন। এটি বাস্তবায়ন হলে দেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী হবে। আমরা এই ৩১ দফার তথ্য ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাহিদা রহমান জোসনা, জেলা বিএনপির অন্যতম সদস্য এমদাদুল হক ভরসা, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, পীরগাছা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ অন্যরা।
ঝালকাঠি : কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, কোনো অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া হবে না। তিনি জামায়াতকে উদ্দেশ করে বলেন, একদিকে তারা নির্বাচন পেছানোর কথা বলছেন অন্যদিকে আবার সারা দেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছেন। ফ্যাসিবাদী সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল কিন্তু তাতেও তাদের হুঁশ হয়নি। জামায়াতের কাজই হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।
গকাল দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জয়নুল আবেদীন বলেন, তারা নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। আমরা অবিলম্বে তাদের এই টালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এ ছাড়া সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন ও সাবেক সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, যুক্তরাষ্ট্র দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত, ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপুসহ স্থানীয় বিএনপি নেতারা।
ময়মনসিংহ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘সিংহাসনে থেকে কিংস পার্টি করতে চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না। যে ছেলেরা বতর্মানে ক্ষমতায় আছে, তারা আমাদের সন্তান। বাবারা দল করতে চাইলে মাঠে এসে করো।’
গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত তারাকান্দায় জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর উদ্দেশে এই প্রবীণ বিএনপি নেতা বলেন, ‘ইসলাম নিয়ে রাজনীতি করতে যাইয়েন না। নির্বাচনে ১০ পার্সেন্ট ভোট পেলে স?্যালুট দেব। আপনারা ব?্যাংক দখল করে বিএনপিকে বলেন চাঁদাবাজ। স্থানীয় নির্বাচনের জন্য স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়নি, দেশের জনগণ অবিলম্বে জাতীয় নির্বাচন চায়।’
সমাবেশে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ অন্যান্য নেতারা।
জয়পুরহাট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, ‘আগামী রমজানের মধ্যে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না দিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’ গতকাল বিকালে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ফয়সাল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহাবসহ অন্য নেতারা।
নরসিংদী : বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলন এখনো শেষ হয়নি। আরও ত্যাগ শিকার করতে হবে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র চলছে।
সন্ধ্যায় নরসিংদী ঈদগাহ মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, নরসিংদী-৪ মনোহরদি-বেলাব আসনের সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদীর সাবেক মহিলা এমপি রোকেয়া আহাম্মেদ লাকীসহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহাম্মেদ টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জয়নুল আবেদীন, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আকরামুল হাসান মিন্টু প্রমুখ।
কুমিল্লা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘ড. ইউনূস সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না। সংস্কারের নামে কালক্ষেপণ করে দিনের পর দিন সরকারে থাকায় প্রমাণ হচ্ছে এই সরকারের মধ্যে আওয়ামী লীগের ভূত ঢুকেছে।’
বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া খেলার মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিনা ভোটে ক্ষমতায় থাকবেন জবাবদিহিতা কোথায়? এসব বাদ দিয়ে যার কাজ তাকে করতে দেন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে এই বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করুন।
তিনি সংস্কার কমিটিতে থাকা ব্যক্তিদের উদ্দেশ করে বলেন, সংস্কার কমিটিতে যারা আছেন আপনারা গাড়িটাড়ি চেপে যথেষ্ট আরাম আয়েসেই আছেন। আর সংস্কার লাগবে না, অনেক হয়েছে। তারেক রহমানের ৩১ দফা সংস্কারে মনোযোগ দিলেই সব সমস্যার সমাধান ও সংস্কার সম্পন্ন হবে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আকতারুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়া। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মো. আব্বাস উদ্দিন কমান্ডার, মো. আতিকুল আলম শাওন, মো. মহিউদ্দিন। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন চান্দিনা পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আশরাদ প্রমুখ।