দিওয়ালি উৎসবকে সামনে রেখে মুক্তি পেয়েছিল ম্যাডক ফিল্মসের আলোচিত হরর-কমেডি ‘থামা’। ভূত ও মানুষের সহাবস্থানের লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি নিয়ে মুক্তির আগে থেকেই ছিল তুমুল উন্মাদনা।
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তোলে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি। ওপেনিং কালেকশনেই ‘থামা’ পেছনে ফেলে দেয় গত মাসের আলোচিত ছবি ‘সাইয়ারা’-র রেকর্ড।
তবে দ্বিতীয় দিনেই সিনেমাটির আয়ে দেখা দেয় বড়সড় ধস। সিনে বিশেষজ্ঞদের মতে, এই পতন ছবিটির শতকোটি আয়ের স্বপ্নকে আরও কঠিন করে তুলেছে।
প্রথম দিনে ‘থামা’ ঘরে তোলে ২৪ কোটি রুপি—যা আয়ুষ্মান খুরানাকে রীতিমতো উচ্ছ্বসিত করে তোলে। সাফল্যের কৃতজ্ঞতায় তিনি মন্দিরে পূজাও দেন।
কিন্তু সেই গতি ধরে রাখতে পারেনি সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়ায় ১৮.৬ কোটি রুপি, যা প্রায় ২২.৫০ শতাংশ কম। তৃতীয় দিনে নেমে আসে ১৩ কোটিতে, আর চতুর্থ দিনে তা আরও কমে হয় ৯.৫৫ কোটি রুপি।
সব মিলিয়ে, মুক্তির মাত্র চার দিনে জাতীয় পর্যায়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬৫.১৫ কোটি রুপি, আর বিশ্বব্যাপী মোট সংগ্রহ ৯৩ কোটি রুপি।
অগ্রীম বুকিংয়ের ঝড় দেখে অনেকেই ভেবেছিলেন, প্রথম সপ্তাহেই ‘থামা’ ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে। কিন্তু এখন সেটি অধরাই থেকে গেছে।
শনিবারের বক্স অফিস রিপোর্টেই বোঝা যাবে, দিওয়ালির এই ভূতুড়ে বিনোদন শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কিনা—নাকি হারিয়ে যাবে প্রাথমিক উন্মাদনার ভেতরেই।
বিডি প্রতিদিন/আশিক