‘সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকের মন জয় করেছেন অনীত। এতে রোমান্টিক চরিত্রে অভিনয় করলেও এবার তাকে দেখা যাবে একেবারে ভিন্নরূপে। ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’র পরবর্তী ছবি ‘শক্তিশালিনী’তে দেখা যাবে অনীতকে।
তার এই যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘থামা’র অভিনেতা আয়ুষ্মান খুরানা।
শনিবার (২৫ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়ায় আয়ুষ্মান খুরানা ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’র আগামী ছবিতে অভিনয় নিয়ে অনীতকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবীকন্যা এসে গিয়েছে। এটা আমাদের জন্যও খুবই গর্বের যে পাঞ্জাবের মেয়ে তার কাজের মাধ্যমে আমাদের গর্বিত করছে। তোমার জন্য ভীষণই গর্বিত। একটা একটা করে স্বপ্নপূরণ হোক তোমার। কোনোকিছুই অসম্ভব নয়। সুদূর পাঞ্জাব থেকে বলিউডে তোমার স্বপ্নপূরণের এই জার্নি সত্যিই খুব ভালো লাগছে। তোমাকে ‘শক্তিশালিনী’ ছবিতে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।
প্রসঙ্গত, ‘সালাম ভেঙ্কি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অনীতের। তবে দর্শকের মনে দাগ কাটে অনীতের চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাইয়ারা’। রোম্যান্টিক-মিউজিক্যাল এই ছবিতে নবাগত অহন পাণ্ডের সঙ্গে অনীতের অনস্ক্রিন রসায়ন রীতিমতো দর্শকের মন কেড়ে নিয়েছে। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫৭০ কোটি টাকার ব্যবসা করেছে।
এর আগে শোনা গিয়েছিল ‘শক্তিশালিনী’তে অভিনয় করবেন কিয়ারা আদভানি। যদিও এ নিয়ে আর কোনো গুঞ্জন শোনা যাচ্ছে না। কারণ, সন্তান আসার পর আপাতত কাজ থেকে ছুটি নিয়েছেন কিয়ারা।
বিডি প্রতিদিন/কেএইচটি