কক্সবাজারে মাদক ব্যবসায়ী মো. তাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব ও বিজিবির যৌথ বাহিনী। শনিবার কক্সবাজার জেলার উখিয়ার হলুদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-১৫ ও ৬৪ বিজিবির একটি যৌথ দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে। তিনি এন্টি নারকোটিকস টাস্কফোর্স ঘোষিত কক্সবাজার জেলার শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকাভুক্ত। গ্রেপ্তার তাজ উদ্দিন কক্সবাজারের উখিয়ার পূর্ব মরিচ্যা এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, সন্ত্রাসবাদ দমন, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ ও অস্ত্র, মাদক চোরাচালান নিয়ন্ত্রণে গোয়েন্দা নজারদারি ও অভিযান অব্যাহত রেখেছে র্যাব। কক্সবাজার সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক কারবারিরা সহজেই মাদক চোরাচালান করার সুযোগ পাচ্ছে। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে র্যাব সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে আসছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক