বলিউডের অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সিরিজে নাকি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক অফিসার সমীর ওয়াংখেড়েকে অপমান করা হয়েছে।
আরিয়ান পরিচালিত সিরিজে এনসিবি কর্মকর্তার আদলে এক চরিত্র তৈরি করা হয়েছে, যা ওয়াংখেড়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ সমীরের। মানহানির মামলা করেন তিনি। এরপর থেকেই নাকি বিপদে পড়েছে তার গোটা পরিবার।
সম্প্রতি সমীর জানান যে দুবাই, বাংলাদেশ, পাকিস্তান থেকে হুমকি ফোন পাচ্ছেন তিনি। বাদ পড়ছে না তার গোটা পরিবারও।
সমীর অবশ্য এও জানান, তিনি সমানে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন।
সমীরের কথায়, ‘‘আমার স্ত্রী ও বোনকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমার কারণে ওদের এ সব সহ্য করতে হচ্ছে। এটা মানা যায় না।’’
যদিও সমীর সরাসরি কারও নাম করে অভিযোগ করেননি। তিনি জানান, এই হুমকি ফোনের সঙ্গে তার পেশার কোনও সম্পর্ক নেই। তা হলে কি তার করা মামলার সম্পর্ক আছে? সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করছি না। কারণ ঘটনাটা আদালতে বিচারাধীন।’’
উল্লেখ্য, ২০২১ সালে মাদককাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেন সমীর। যদিও আরিয়ানের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/নাজিম