আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিমের পর লিটন দাসও শতক হাঁকালেন। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতক করলেন লিটন।
এর আগে, ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ পেসার জর্ডান নিলের করা ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে নিজের শততম টেস্ট ম্যাচে শতক হাঁকান। সবার চোখ ছিল তখন মুশফিকের দিকে।
তবে আড়ালে থেকে নিজের কাজটা ঠিকই করে গেছেন লিটন। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। বিশেষ এই ম্যাচটি সেঞ্চুরি করে রাঙালেন লিটন।
তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৮২ রান। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটির সংগ্রহ ৭২ রান। লিটন দাসের সঙ্গে মেহেদী হাসান মিরাজ ৫৮ বলে ২৬ রানে অপরাজিত আছেন।
বিডি প্রতিদিন/এমআই