ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খাররাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, বলপ্রয়োগ করে ইরানকে তার নীতি থেকে সরে আসতে বাধ্য করা যাবে না।
মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক বিশদ সাক্ষাৎকারে কামাল খাররাজি বলেন, তারা বলপ্রয়োগের চেষ্টা করেছে, তবে তারা এখন বুঝতে পারছে যে এটি গ্রহণযোগ্য নয়, কার্যকরও নয়।
খাররাজি জোর বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যার সঙ্গেই হোক না কেন ইরান যেকোনো সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি একই সঙ্গে মনে করিয়ে দেন যে ইরান কূটনৈতিক প্রক্রিয়ার জন্যও প্রস্তুত। কিন্তু তা হতে হবে পারস্পরিক শ্রদ্ধা, সমতার ভিত্তিতে এবং পূর্ব-সম্মত এজেন্ডা অনুযায়ী। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এখনও সেই শর্ত পূরণ করতে পারেনি।
তিনি আরও বলেন, আমরা সব সময় কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক বোঝাপড়ায় বিশ্বাসী নন। তিনি নিজের ফায়দা হাসিলের জন্য বলপ্রয়োগকেই প্রাধান্য দেন।
খামেনির উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে ইরানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তেহরান যেকোনো গঠনমূলক পদক্ষেপের প্রতিদান দেবে, তবে ওয়াশিংটনকে অবশ্যই হুমকি এবং চাপ পরিহার করতে হবে। তিনি স্পষ্ট করে দেন যে নতুন করে আলোচনার দিকে অগ্রসর হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই প্রথম পদক্ষেপ নিতে হবে এবং তাদের দেখাতে হবে যে তারা ইরানের দেওয়া শর্তে মানতে তারা প্রস্তুত।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল