আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা, ভেদরগঞ্জ) আসনে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহমেদ অপু। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে তিনি ডামুড্যা উপজেলার বিভিন্ন বাজার, ঘাট, গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়কে পথসভা, ও ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন।
গণসংযোগকালে অপু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমি আপনাদের পাশে থাকতে চাই। ক্ষমতায় গেলে এলাকা আধুনিক করেন, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
নেতাকর্মীদের উদ্দেশে অপু বলেন, তোমরা কোনো হিংসার রাজনীতি করবে না। আমরা একে অপরের বন্ধু এবং ভাই। আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে নেতা কর্মীদের নির্দেশ দিলেন মিয়া নুর উদ্দিন অপু।
এছাড়াও তিনি বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া