মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় নিয়ে আলোচনা করেন এবং টঙ্গিবাড়ী উপজেলাকে কীভাবে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা যায় সেজন্য উপজেলার সকল দফতরের অফিসার ও উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কাজী মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মো. এহসান মোর্তেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাদবর, উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন করির খান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন করির, সোনারং মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলার সদস্যসচিব মো. জাহিদ হাসান, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাঈল হোসেন বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিডি প্রতিদিন/কেএইচটি