অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের কাজলা গেট সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অন্য দাবি, আহত চিকিৎসা প্রদান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আন্দোলনকারীরা বলছেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। কাজলা ক্যান্টিনে খাওয়ার সময় হামলা চালানো হয়। তখন সিসিটিভি রেকর্ড ছিল। কিন্তু সেটা নেই। অন্য ক্যামেরাও ভাঙা। পুলিশ সহায়তা করেনি। জড়িতদের তালিকায় যাকে সন্দেহ করা হচ্ছে সে একটা সংগঠনের সঙ্গে যুক্ত। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পুলিশ ও প্রশাসন অপরাধীদের আটক করতে পারেনি। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চাই।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোর প্রশাসন মেনে নিয়েছে এবং হামলায় জড়িতদের সনাক্তকরণ ও গ্রেফতারে কাজ চলছে। সিসিটিভি ফুটেজ না থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আমরা তৎপর আছি।
এর আগে বুধবার রাত ১১টার পর কাজলা গেট সংলগ্ন হোটেল খাওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন ফাইনান্স বিভাগের শিক্ষার্থী ফারাবি। তাকে বাঁচাতে গিয়ে আহত হন একই বিভাগের শিক্ষার্থী বকশী ও নাট্যকলা বিভাগের মিনহাজ। ফারাবি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আহত মিনহাজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বকশী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনার প্রতিবাদে রাত দেড়টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কিছু শিক্ষার্থী।
এ ঘটনায় তিন দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, হামলায় জড়িতদের সনাক্ত করতে বিভিন্ন উইংস কাজ করছে। সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে। বিকল্প উপায়েও সেটা উদ্ধার এবং জড়িতদের আটকের কাজ চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত