দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে সে খবর তিনি নিজেই জানিয়েছেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মা’। এরপরই অন্তর্জালে বয়ে যায় শুভেচ্ছার বন্যা।
অভিনেত্রীর এই পোস্টটি আবার শেয়ার করেছেন তার স্বামী আনন্দ আহুজা। মন্তব্যের ঘরে খানিক মজার ছলে তিনি লিখলেন, ‘ডাবল ট্রাবল’। অর্থাৎ যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘দ্বিগুণ ঝামেলা’।
২০১৮ সালে আনন্দ আহুজাকে ভালোবেসে বিয়ে করেন সোনম। ২০২২ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। তিন বছরের মাথায় আবারও বাবা-মা হচ্ছেন এ তারকা দম্পতি।
বিয়ের পর অভিনয়ে তেমন একটা নিয়মিত নন সোনম। আপাতত স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন সোনম। এতে তার বিপরীতে অভিনয় করেন রণবীর কাপুর। সবশেষ তাকে দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে।
বিডি প্রতিদিন/কেএইচটি