ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও চার কেজি গাঁজা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. শাহ নেওয়াজ (৩৪) ও মো. রনি (৩৭)।
বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে আগানগর এলাকায় অভিযান চালিয়ে শাহ নেওয়াজকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই রাতে কদমতলী গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে রনিকে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
ওসি সাইদুল ইসলাম আরও বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। নতুন করে আলাদা দুটি মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন