ভারতের সংঘবদ্ধ অপরাধ চক্র বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য আনমোল বিষ্ণোইকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
বুধবার যুক্তরাষ্ট্র থেকে তাকে ভারতে নেওয়া হয়েছে।
আনমোল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকি হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত। গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের হেফাজতে ছিলেন আনমোল। মঙ্গলবার দেশটি তাকে প্রত্যাহার করে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এক প্রতিবেদনে জানায়, আনমোল কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। শিগগিরই তাকে দিল্লির একটি আদালতে তোলা হবে।
গত বছরের ১২ অক্টোবর মুম্বাইয়ে খুন হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি। আনমোল ছাড়াও এ মামলায় প্রধান অভিযুক্তদের তালিকায় আছেন শুভম লোনকার ও জিসান মোহাম্মদ আখতার। মামলায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ২৬ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানো ও পাঞ্জাবি গায়ক সিধু মূসেওয়ালা হত্যাকাণ্ডের সঙ্গেও আনমোলের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। গত বছরের এপ্রিলে সালমান খানের বাড়িতে বন্দুক নিয়ে হামলা হয়। এরপর থেকেই আনমোলকে খুঁজছিল পুলিশ।
বিডি প্রতিদিন/কেএ